Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে যুবদলের নেতাকর্মীদের পুলিশের ধাওয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৪:১৬

ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশের পর যুবদলের নেতাকর্মীদের ধাওয়া দিয়েছে পুলিশ। এসময় নেতাকর্মীরা দ্রুত সড়ক ছেড়ে যান।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুর সোয়া একটার দিকে নগরীর কোতোয়ালী থানার নুর আহমদ সড়কে দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটেছে।

এর আগে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাসিমন ভবনে দলীয় কার্যালয় প্রাঙ্গণে সমাবেশ করে যুবদলের চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা শাখা। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সমাবেশ শেষে হাবিবুন্নবী খান সোহেল বের হওয়ার সময় সড়কে শ’খানেক নেতাকর্মী তার আশপাশে অবস্থান নেয়। এতে সড়কে যানবাহন চলাচল বন্ধের উপক্রম হলে পুলিশ গিয়ে তাদের সরে যেতে বলে। সাময়িক উত্তেজনা তৈরি হলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এসময় নেতাকর্মীরা দ্রুত সড়ক ছেড়ে চলে যান।

জানতে চাইলে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে বলেন, ‘হাবিবুন্নবী খান সোহেলকে নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থল থেকে বের হন। রাস্তায় নেতাকর্মীদের জটলা তৈরি হলে আমরা গিয়ে তাদের সরে যেতে বলি। পুলিশ দেখে নেতাকর্মীরা দৌড়ে বিভিন্নদিকে চলে যায়।’

জানতে চাইলে নগর যুবদলের সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদ সারাবাংলাকে বলেন, ‘আমাদের সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী জমায়েত হয়েছিল। সমাবেশ শেষে স্বাভাবিকভাবে বের হওয়ার পথে জটলা হয়েছিল। পুলিশের সঙ্গে আমাদের তেমন কিছুই হয়নি। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করে ফিরে এসেছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এনএস

চট্টগ্রাম পুলিশের ধাওয়া যুবদল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর