Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সয়াবিন তেলে ২০% ভ্যাট প্রত্যাহার

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ১৪:২৭

ঢাকা: আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সয়াবিন তেলে ২০ শতাংশ ভ্যাট কমানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে, উৎপাদক পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তা পর্যায়ে পাঁচ শতাংশসহ মোট ২০ শতাংশ ভ্যাট মওকুফ করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ মার্চ) দুপুরে অর্থনৈতিক ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞাপন

অর্থমন্ত্রী বলেন, ‘ভোজ্যতেল, চিনি, ছোলাসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর আরোপিত শুল্ক প্রত্যাহার করা হয়েছে। মূলত রমজান মাসে যেসব পণ্য বেশি প্রয়োজন, সেসব পণ্যের শুল্ক প্রত্যাহার হয়েছে। কারণ সবাই এগুলোর ভোক্তা। সয়াবিনের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ভোক্তাপর্যায়ে ৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হয়েছে।’

তিনি বলেন, ‘জিনিসের দাম যাতে সহনীয় পর্যায়ে থাকে, সেজন্য যেসব পণ্যের ওপর শুল্ক ছিল, সেগুলো তুলে নিয়েছি। সরকার থেকে যে সহযোগিতা প্রয়োজন, সেটা পূর্ণমাত্রায় করা হচ্ছে।’

অর্থমন্ত্রী আরও বলেন, ‘টিসিবি সবসময় কাজে লাগে না। সারাবছর সাধারণত এর প্রয়োজনও হয় না। মাঝে মাঝে প্রয়োজন দেখা দেয়। তখন সরকারকে ফ্লেক্সিবল অবস্থায় থাকতে হয়। কারণ, যখন যেটা প্রয়োজন দেখা দেয়, তখন সেটার জন্য ব্যবস্থা করতে হয়। সরকারের পক্ষ থেকে যা যা করা দরকার, সবই করা হচ্ছে।’

তিনি বলেন, ‘টিসিবির জন্য জিনিসপত্র কিনতে যাচ্ছি। টিসিবি আমাদের অর্থনীতির ব্যাংকও। এক দিকে আমাদের যেমন পণ্য দরকার, পণ্যের স্টকও দরকার। তেমনি এ পণ্যগুলো যারা ব্যবহার করবে, তাদের কাছে সময়মতো এবং ন্যায্যমূল্যে পৌঁছানো দরকার। আমরা সেই কাজটি করে যাচ্ছি।’

বিজ্ঞাপন

সারাবাংলা/জিএস/একেএম

টপ নিউজ ভ্যাট সয়াবিন তেল

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর