Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জিয়াউর রহমান ৭ মার্চের ভাষণ আমাদের বাজাতে দেয়নি: নানক

জবি করেসপন্ডেন্ট
১০ মার্চ ২০২২ ২২:৫৬

ঢাকা: আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, বঙ্গবন্ধু হত্যায় খুনি মোস্তাকের সহায়তাকারী জিয়াউর রহমান ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ আমাদের বাজাতে দেননি।

বৃহস্পতিবার (১০ মার্চ) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাহাঙ্গীর কবির নানক এ কথা বলেন। ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এই আলোচনা সভার আয়োজন করে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘এই ৭ মার্চের ভাষণটি পৃথিবীতে যতবার বেজেছে, পৃথিবীর অন্য কোনো ভাষণ এতবার বাজেনি। আমরা পঁচাত্তরের পরে এই ৭ মার্চের ভাষণ বাজাতে চেয়েছিলাম, কিন্তু জিয়াউর রহমান, জেনারেল এরশাদ, খালেদা জিয়ারা বাজার থেকে ভাষণটি নিষিদ্ধ করে উঠিয়ে দিয়েছিল, কারণ এই ভাষণকে তারা ভয় পায়। এতেই বোঝা যায় বঙ্গবন্ধু ৭ মার্চের ভাষণের মাধ্যমে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের কী কৌশল দিয়ে গিয়েছিলেন।’

সভার প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেন, ‘বিশ্বের অনেক ভাষণ আছে। কিন্তু জাতির পিতার ৭ মার্চের ভাষণের সঙ্গে তুলনা করা যায় না। জাতির পিতার ভাষণ শুধুমাত্র জাতির পিতার ভাষণের সঙ্গেই তুলনা করা যায়। তার ওই ভাষণ ছিল বাঙালি জাতির দীর্ঘ প্রতীক্ষার ভাষণ। স্বাধীনতাবিরোধীরা সবসময়ই বাংলাদেশের স্বাধীনতাকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারাই বর্তমানে রমজান মাস সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি করছে।’

এ সময় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. কামালউদ্দিন আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আইন সম্পাদক কাজী নজিবুল্লাহ হিরু, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

বিজ্ঞাপন

অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক এস এম আক্তার হোসেন।

সারাবাংলা/একে

৭ মার্চ আওয়ামী লীগ নানক

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর