ঢাকা: আপৎকালীন সংকট মোকাবিলায় লাওস থেকে চাল আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে লাওসের কৃষি উপমন্ত্রী থংপাথ ভংমানির সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানানো হয়।
আপৎকালীন চাল সংকট মোকাবিলায় লাওস থেকে চাল আমদানি করার আগ্রহের কথা জানান কৃষিমন্ত্রী। এসময় এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন থংপাথ ভংমানি।
কৃষি খাতে পারস্পরিক সহায়তা বাড়াতে শিগগিরই সমঝোতা স্মারক সই করার বিষয়েও সম্মত হয় দুই দেশ। থংপাথ ভংমানি এসময় বাংলাদেশের কৃষি উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।