Sunday 31 Aug 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাল আমদানিতে সমঝোতা স্মারক সই হবে লাওসের সঙ্গে

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ১৫:৫০ | আপডেট: ১১ মার্চ ২০২২ ১৮:৩৩
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফাইল ছবি

ঢাকা: আপৎকালীন সংকট মোকাবিলায় লাওস থেকে চাল আমদানির আগ্রহ প্রকাশ করেছে বাংলাদেশ। এ লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হবে বলেও সিদ্ধান্ত হয়েছে।

শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপনী দিনের সেশন শুরুর আগে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাকের সঙ্গে লাওসের কৃষি উপমন্ত্রী থংপাথ ভংমানির সৌজন্য সাক্ষাতের সময় এ আগ্রহের কথা জানানো হয়।

আপৎকালীন চাল সংকট মোকাবিলায় লাওস থেকে চাল আমদানি করার আগ্রহের কথা জানান কৃষিমন্ত্রী। এসময় এ বিষয়ে সহযোগিতার আশ্বাস দেন থংপাথ ভংমানি।

বিজ্ঞাপন

কৃষি খাতে পারস্পরিক সহায়তা বাড়াতে শিগগিরই সমঝোতা স্মারক সই করার বিষয়েও সম্মত হয় দুই দেশ। থংপাথ ভংমানি এসময় বাংলাদেশের কৃষি উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন।

সারাবাংলা/ইএইচটি//টিআর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর