শিয়ালখোওয়া বাজারে আগুনে ২ কোটি টাকার ক্ষতি
১১ মার্চ ২০২২ ১৬:৪১
লালমনিরহাট: কালীগঞ্জ উপজেলার শিয়ালখোওয়া বাজারে ভয়াবহ আগুনে ১২টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (১১ মার্চ) সকাল সাড়ে ৫টার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয় ব্যবসায়ীরা দাবি করেছেন।
কালীগঞ্জ ও হাতীবান্ধা ফায়ার সার্ভিস প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণ করেন। অনেকেই দাবি করছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটে।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- হেলাল হোসেন (কাপড় ব্যবসায়ী), আবু তাহের (কাপড় ব্যবসায়ী), হযরত আলী (কাপড় ব্যবসায়ী), আউয়াল হোসেন (কাপড় ব্যবসায়ী), সুলতান মিয়া (দরজি), হাসমত আলী (ওষুধ ব্যবসায়ী), হিমাংশু রায় (স্বর্ণ ব্যবসায়ী), হাসান হোসেনসহ (স্টুডিও ব্যবসায়ী) ১২ জন বিভিন্ন ব্যবসায়ী।
চলবলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিজু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
হাতীবান্ধা ফায়ার সার্ভিসের কর্মকর্তা মনির হোসেন বলেন, ‘বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।’
সারাবাংলা/এসএসআর/এমও