ঘরে সিএনজিচালকের ঝুলন্ত মরদেহ, স্বজনরা বলছেন ঋণের চাপে আত্মহত্যা
১১ মার্চ ২০২২ ১৬:৫১
খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার হাফছড়ি কালাপানি এলাকায় নিজের ঘর থেকে মো. রোমান গাজী (৫০) নামে এক জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি সিএনজি অটোরিকশা চালাতেন। পরিবারের সদস্যরা বলছেন, ঋণের টাকা পরিশোধ করার চাপ নিতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন।
শুক্রবার (১১ মার্চ) সকালে গুইমারা থানা পুলিশ উপজেলার হাফছড়ি ইউনিয়নের কালাপানি এলাকায় রোমান গাজীর ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করে। রোমান গাজী ওই এলাকার মৃত আফতাব গাজীর ছেলে।
রোমানের স্ত্রী শাহেদা বেগম জানান, তার স্বামী বসতবাড়ি নির্মাণ করছিলেন। ধারণা করা হচ্ছে, তিনি ঋণের টাকা পরিশোধ করতে না পেরে আত্মহত্যা করেছেন।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ওই ব্যক্তির ঘর থেকেই তার মরদেহ উদ্ধার করা হয়। পরিবার থেকে ঋণের চাপে আত্মহত্যার কথা বলা হয়েছে। তবে পুলিশ পুরো বিষয়টি তদন্ত করে দেখবে।
ওসি আরও জানান, বৃহস্পতিবার (১০ মার্চ) রাতের যেকোনো রোমান গাজী মারা গিয়ে থাকতে পারেন। তার মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
সারাবাংলা/টিআর