৩৭তম ‘এফএও’ সম্মেলন শ্রীলঙ্কায়
সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ১৮:০৩
১১ মার্চ ২০২২ ১৮:০৩
ঢাকা: খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) আগামী সম্মেলন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এশিয়া-প্যাসিফিক অঞ্চলে ২০২৪ সালে এই সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
শুক্রবার (১১ মার্চ) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) ৩৬তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলনের সমাপণী সেশন শেষ এক সংবাদ সম্মেলনে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক এসব কথা জানান।
সংবাদ সম্মেলনে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, কৃষি সচিব সায়েদুল ইসলাম ও খাদ্য সচিব মোছাম্মত নাজমানারা খানুম উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ৩৭তম এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক সম্মেলন শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে। এই অঞ্চলের এফএও’র সবকটি দেশ শ্রীলঙ্কায় অনুষ্ঠানের ব্যাপারে মত দিয়েছে।
সারাবাংলা/ইএইচটি/এমও