Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্নীতির ঊর্ধ্বে থাকার আহ্বান ত্রাণ প্রতিমন্ত্রীর

সারাবাংলা ডেস্ক
১১ মার্চ ২০২২ ২০:৫৪

চট্টগ্রাম ব্যুরো: দুর্নীতির ঊর্দ্ধে উঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

শুক্রবার (১১ মার্চ) সকালে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বড়হাতিয়া ইউনিয়ন পরিষদ আয়োজিত সুধী সমাবেশে তিনি এ আহ্বান জানান। বড়হাতিয়া আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সমাবেশ হয়েছে।

প্রতিমন্ত্রী এনামুর রহমান বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংগ্রাম ও রাজনৈতিক প্রজ্ঞার মধ্য দিয়ে ক্ষমতায় থেকে দিন-রাত জনগণের জন্য কাজ করে যাচ্ছেন। আর এ ধারাবাহিকতা রক্ষা করতে হলে আগামীতেও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।’

শেখ হাসিনা জনগণকে জনশক্তিতে পরিণত করেছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, ‘সব ভেদাভেদ ভুলে দুর্নীতি ও লোভ লালসার ঊর্ধ্বে থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে বঙ্গবন্ধুর আদর্শ এবং শেখ হাসিনার পরিকল্পনাকে বাস্তবায়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

সভায় আওয়ামী লীগের দফতর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি বিপ্লব বড়ুয়া বলেন, ‘দেশের সব জায়গায় সরকার সমানভাবে উন্নয়ন করে যাচ্ছে। উন্নয়নের মাধ্যমে পৃথিবীর বুকে বাংলাদেশের নাম স্মরণীয় করে রাখতে আওয়ামী লীগ সরকারের বিকল্প নেই।’

বড়হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিজয় কুমার বড়ুয়ার সভাপতিত্বে সমাবেশে সাংসদ আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ, চট্টগ্রামের জেলা প্রশাসক মমিনুর রহমান, চট্টগ্রামের পুলিশ সুপার এসএম রশিদুল হক বক্তব্য রাখেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/এমও

ডা. মো. এনামুর রহমান ত্রাণ প্রতিমন্ত্রী দুর্নীতির ঊর্ধ্বে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর