Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘সরকারের পতনেই ঘটবে দুঃশাসনের অবসান’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২১:৩৫

গয়েশ্বর চন্দ্র রায়, ছবি: সারাবাংলা

বগুড়া: সংগ্রাম করে বর্তমান শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েই দুঃশাসন ও দুর্নীতি থেকে জনগণকে রক্ষা করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

শুক্রবার (১১ মার্চ) জেলা সদরের বাঘোপাড়া শহীদ দানেশ উদ্দিন স্কুল অ্যান্ড কলেজ মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সদর উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ বিষয়ে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, সরকারের আর বেশিদিন সময় নেই। সত্যের জয় হবেই। ভয়ের কোনো কারণ নেই। বিএনপির দায়িত্ব দেশের স্বাধীনতা স্বার্বভৌমত্ব রক্ষা ও গণতন্ত্র ফিরিয়ে আনা এবং মানুষের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা করা।

তাই সংগ্রাম করে সরকারের পতন ঘটিয়েই দুঃশাসন ও দুর্নীতি থেকে জনগণকে রক্ষা করতে হবে বলেও উল্লেখ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।

সম্মেলনের উদ্বোধন করেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা। দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত এ সম্মেলনে উপজেলার ১১টির মধ্যে ১০ ইউনিয়নের ৭২০ জন কাউন্সিলরসহ কয়েক হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য রাখেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক আলী আজগর তালুকদার হেনা। সদর উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সোলায়মান আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাডভোকেট একেএম মাহবুবর রহমান ও হেলালুজ্জামান তালুকদার লালুসহ সারাদেশ থেকে আগত ও স্থানীয় নেতারা।

সারাবাংলা/এনএস

গয়েশ্বর চন্দ্র রায় বগুড়া বিএনপি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর