Saturday 26 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জহুর হকার্স মার্কেটে আগুন

স্পেশাল করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২২ ২২:৪০

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীর লালদিঘীর পাড় এলাকায় তৈরি পোশাকের খুচরা বাজার ‘জহুর হকার্স মার্কেটে’ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ১০টি গাড়ি আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

শুক্রবার (১১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে মার্কেটে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে জানানো হয়েছে।

ঘটনাস্থলে থাকা ফায়ার সার্ভিসের চট্টগ্রামের সহকারী পরিচালক ফারুক হোসেন শিকদার সারাবাংলাকে জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিনের তিনটি স্টেশন থেকে ১০টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে যায়। ফায়ারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার কাজ করছেন। আগুনে হতাহতের কোনো তথ্য পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে, সেটিও এখনো জানা যায়নি।

বিজ্ঞাপন

এদিকে স্থানীয় কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীন সারাবাংলাকে জানিয়েছেন, লালদিঘীর পাড় থেকে জুবিলি রোড পর্যন্ত প্রায় আধা কিলোমিটার দীর্ঘ হকার্স মার্কেটের মাঝামাঝিতে আদালত ভবনের পাহাড়সংলগ্ন দোকান ও গুদামে আগুন লেগেছে। দোকান ও গুদামগুলোর প্রায় সবই সেমিপাকা।

তবে আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ার আগেই ফায়ার সার্ভিসের টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বলে জানান ওসি নেজাম।

গরিব-মধ্যবিত্তের স্বল্পমূল্যের পোশাকের বাজার হিসেবে পরিচিত হকার্স মার্কেটে হাজারেরও বেশি ছোট-বড় দোকান আছে। এর আগে ২০১৯ সালের ১৯ অক্টোবর জহুর হকার্স মার্কেটে আগুনে শতাধিক দোকান পুড়েছিল।

সারাবাংলা/আরডি/টিআর

জহুর মার্কেটে আগুন জহুর হকার্স মার্কেট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর