Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দ্রব্যমূল্য কবে নিয়ন্ত্রণে আসবে সেটা বলার ক্ষমতা নেই: মন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ মার্চ ২০২২ ১৮:১৫

সুনামগঞ্জ: পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দ্রব্যমূল্য শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে বাড়ছে। সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। তবে কবে নাগাদ দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আসবে, সেটা বলার ক্ষমতা আমার নেই। তবে মূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে।

শনিবার (১২ মার্চ) দুপুরে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের ৪ তলা আইসিটি ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন।

বিজ্ঞাপন

দুর্নীতি বাংলাদেশে আছে সেটা অস্বীকার করার সুযোগ নেই উল্লেখ করে পরিকল্পনা মন্ত্রী বলেন, ‘কোন খাতে দুর্নীতি হচ্ছে সেটার অভিযোগ পেতে হবে, সাক্ষী পেতে হবে। তাহলে তাদের বিচার হবে। বিচার করার ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই, বিচার করার ক্ষমতা আদালতের। সুতরাং যারাই বাংলাদেশে দুর্নীতি করবে, তাদের আইনের আওতায় আনা হবে।’

এম এ মান্নান আরও বলেন, ‘মির্জা ফখরুল গত ১০ থেকে ১২ বছর ধরে যখন দেখছেন আমরা দেশকে পরিবর্তন করে ফেলেছি, উনি এখন বিদ্যুতের নিচে ২৪ ঘণ্টা বাস করেন, ডিজিটাল বাংলাদেশে বাস করেন, ঘর থেকে বের হলেই সুন্দর রাস্তা পান। ওনারদের সময়ে এসি চলত না, এখন উনি এসির নিচে বসে উল্টা-পাল্টা কথা বলে উনি আওয়ামী লীগ সরকারকে কুচা দিচ্ছেন।’

এসময় উপস্থিত ছিলেন- জেলা শিক্ষা ও প্রকৌশলী অধিদফতরের নির্বাহী প্রকৌশলী শামসুল আবেদীন, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম, শান্তিনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুক্তাদির হোসেনসহ অন্যরা।

সারাবাংলা/এমও

দ্রব্যমূল্য পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান মূল্য নিয়ন্ত্রণ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর