ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনে দেশটির অন্তত ১৩০০ সেনা সদস্যের মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
তিনি বলেন, ইউক্রেন বাহিনীর কাছে ৫০০-৬০০ রুশ সেনা আত্মসমর্পণ করেছে। এ তথ্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বিবিসি।
এদিকে, দক্ষিণ কিয়েভের একটি সামরিক বিমানঘাঁটিতে বিমান হামলার খবরও পাওয়া যাচ্ছে। রাশিয়ার সুসজ্জিত সামরিকবাহিনী কিয়েভ থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে রয়েছে বলে জানাচ্ছে বিবিসি।
অন্যদিকে, ইউক্রেনের আরেক শহর মারিওপোলের নিম্ন তাপমাত্রায় বিদ্যুৎ, খাদ্য এবং পানীয় ছাড়া বেসামরিক মানুষ কষ্টে দিনাতিপাত করছে।
অপরদিকে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাখো, জার্মান চ্যান্সেলর শোলজ রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে যুদ্ধবিরতির আলোচনায় বসতে আগ্রহ দেখিয়েছেন।