Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৮ মার্চ হরতালের ডাক গণতান্ত্রিক বাম ঐক্যের

সিনিয়র করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৩:৩৫

ঢাকা: নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির প্রতিবাদে আগামী ২৮ মার্চ আধাবেলা হরতাল কর্মসূচির ডাক দিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য।

রোববার (১৩ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে সার্বজনীন রেশনিং ব্যবস্থা চালু ও দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণের দাবিতে করা এক সমাবেশে এই কর্মসূচির ঘোষণা দেন গণতন্ত্রিক বাম ঐক্যের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন আল রশিদ।

সমাবেশে বলা হয়, সরকারের কিছু আমলা ও মন্ত্রী যোগসাজশ করে সিন্ডিকেট তৈরি করে চাল, ডাল, তেল, পেঁয়াজ, লবণ ও এলপি গ্যাসসহ বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি করে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা।

সমাবেশে আরও বলা হয়, শুধু চাল ডাল লবণ নয়, এখন মাছ-মাংসসহ যাবতীয় কাঁচাবাজার সিন্ডিকেটের দখলে। এই সিন্ডিকেটের কারণে মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত দরিদ্র ও হতদরিদ্র মানুষেরা খাদ্য তালিকা থেকে মাছ মাংস বাদ দিয়েছে। দরিদ্র ও হতদরিদ্র মানুষ তার সন্তানদের স্কুলে পাঠানোর বন্ধ করেছে। এই মুহূর্তে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে এই অসাধু ব্যবসায়ী ও সরকারের কিছু অসাধু আমলা ও কিছু অসাধু মন্ত্রীদের সিন্ডিকেট ভেঙে দেওয়া উচিত।

গণতান্ত্রিক বাম ঐক্য দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও অসাধু চক্রের অসাধু সিন্ডিকেট চক্র ভেঙে দেওয়ার দাবিতে আগামী ২৮ মার্চ সোমবার অর্ধবেলা হরতাল আহ্বান করেছে। বাংলাদেশের গ্রাম শহর সকল মানুষই হরতাল পালনের আহ্বান জানায় এই সংগঠনটি।

জোটের সমন্বয়ক ডা. শামসুল আলমের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক আবুল কালাম আজাদসহ জোটের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

সারাবাংলা/ইএইচটি/এএম

গণতান্ত্রিক বাম ঐক্য টপ নিউজ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর