Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউক্রেনে আরও ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২২ ১৬:২৯

ইউক্রেনে আরও ২০০ মিলিয়ন ডলারের সামরিক সহায়তা পাঠানোর নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শনিবার (১২ মার্চ) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্তোনি ব্লিনকেনের উদ্দেশে একটি স্মারকলিপিতে বাইডেন এ নির্দেশ দেন।

সহায়তা প্যাকেজের আওতায় ইউক্রেনের জন্য বিভিন্ন ধরনের অস্ত্র পাঠাবে যুক্তরাষ্ট্র। এছাড়া ইউক্রেনে প্রতিরোধ যোদ্ধাদের প্রশিক্ষণও দেওয়া হবে। মার্কিন সরকারের প্রতিরক্ষা বিভাগের মজুত থেকে এসব অস্ত্র ও প্রশিক্ষক পাঠানো হবে।

বিজ্ঞাপন

এর আগে রুশ বাহিনী মোকাবিলায় যুক্তরাষ্ট্রের কাছে জ্যাভেলিন অ্যান্টি ট্যাংক অস্ত্র ও যুদ্ধবিমান বিধ্বংসী স্টিংগার মিসাইল চেয়েছিল ইউক্রেন। ইউক্রেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আরও সামরিক সহায়তা পাঠানোর এ সিদ্ধান্ত নিলেন জো বাইডেন।

নতুন এ সহায়তা প্যাকেজসহ গত বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ইউক্রেনে ১.২ বিলিয়ন ডলারের সামরিক সহায়তা দিলো যুক্তরাষ্ট্র। ২০১৪ সালের পর থেকে পর্যন্ত এ সংখ্যা ৩.২ বিলিয়ন মার্কিন ডলার।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

দশম গ্রেড দাবি করায় ৬৪ অডিটরকে বদলি
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৩৫

সম্পর্কিত খবর