Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এইচএসসি পরীক্ষার পুনর্মূল্যায়নের ফলপ্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ১৬:২৮

এইচএসসি পরীক্ষার ফল দেখছে এক পরীক্ষার্থী

ঢাকা: এইচএসসি ও সমমান পরীক্ষায় যারা ফল পুনর্মূল্যায়নের জন্য আবেদন করেছিলেন, তাদের ফল প্রকাশিত হয়েছে।

রোববার (১৩ মার্চ) সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে এফল প্রকাশ করা হয়। ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম আমিরুল ইসলামও সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক আমিরুল বলেন, পুনর্মূল্যায়নের ফল প্রকাশিত হয়েছে। যাদের ফল পরিবর্তন হয়েছে, তারা মোবাইল ফোনে এসএমএস পেয়েছেন। এছাড়া আমাদের ওয়েবসাইটেও ফল দেওয়া হয়েছে।

প্রকাশিত ফলাফল বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকা শিক্ষা বোর্ডে ফেল থেকে জিপিএ-৫ পেয়েছে এক জন। এছাড়াও এই বোর্ডে ১৫৬ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। এদের মধ্যে ফেল থেকে পাস করেছেন ৩৮ জন। আর ফল বেড়ে জিপিএ-৫ পেয়েছেন ২৬ জন।

এর আগে এইচএসসি ও সমমানের ফলপ্রকাশ করা হয় গত ১৩ ফেব্রুয়ারি। এতে পাসের হার ছিল ৯৫ দশমিক ২৬ শতাংশ। এ বছর এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন শিক্ষার্থী।

ফলপ্রকাশের পরদিন ১৪ ফেব্রুয়ারি থেকে এসএমএসের মাধ্যমে ফল পুনর্মূল্যায়নের আবেদন শুরু হয়। আবেদন উন্মুক্ত ছিল ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। আবেদন ফি ছিল ১৫০ টাকা।

ফাইল ছবি

সারাবাংলা/টিএস/টিআর

টপ নিউজ ফল পুনর্মূল্যায়ন

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর