খালিয়াজুরীতে লাঠির আঘাতে কিশোর নিহত
১৩ মার্চ ২০২২ ১৮:১৭
নেত্রকোনা: নেত্রকোনার খালিয়াজুরী উপজেলার গাজীপুর ইউনিয়নের বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে লাঠির আঘাতে এক কিশোর নিহত হয়েছে।
নিহত রিয়াদ বয়রা গ্রামের ফজলুল হকের ছেলে (১৩)। সে একই গ্রামের একটি মাদরাসার শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, আন্দাইর গ্রামের প্রতিপক্ষের লাঠির আঘাত পাওয়া রিয়াদ মিয়া চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। রোববার (১৩ মার্চ) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা গেছে।
এর আগে, গতকাল শনিবার দুপুরে সে প্রতিপক্ষের লাঠির আঘাতের শিকার হয়।
খালিয়াজুরী থানার উপ-পরিদর্শক রিয়াজুল হক জানান, শনিবার দুপুরে আন্দাইর গ্রামের রাস্তায় বাইসাইকেল চালিয়ে রিয়াদ পাশের একটি ট্রলিকে অতিক্রম করছিল। এ সময় একই গ্রামের মিরাজ আলীর ট্রলিচালক রামিম মিয়া লাঠি দিয়ে রিয়াদের মাথায় আঘাত করলে গুরতর অসুস্থ হয়ে পড়ায় তাকে খালিয়াজুরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। পরে অবস্থা খারাপ দেখে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তাকে রেফার্ড করা হয়।
এ বিষয়ে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুজিবুর রহমান জানান, ‘এ পর্যন্ত কেউ কোনো অভিযোগ দাখিল করেনি। তবে তদন্ত চলছে। তদন্ত শেষে মামলা নেওয়া হবে।’
সারাবাংলা/একে