Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কীর্তনখোলায় গ্রীন লাইনের ঢেউয়ে ডুবে গেল যাত্রীবাহী ট্রলার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ২০:৪২

বরিশাল: কীর্তনখোলা নদীতে ওয়াটার ওয়েজ গ্রীন লাইনের ঢেউয়ে একটি যাত্রীবাহী ট্রলার ডুবে গেছে। রোববার (১৩ মার্চ) বিকেল ৩টার দিকে নদীর বেলতলা খেয়াঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

স্থানীয়রা জানিয়েছেন, বিকেল ৩টার দিকে ২৫-৩০ জন যাত্রী নিয়ে ট্রলারটি নদী পার হচ্ছিল। এ সময় বরিশাল থেকে ছেড়ে আসা গ্রীন লাইন ঢাকায় যাচ্ছিল। গ্রীন লাইনের ঢেউয়ে মাঝ নদীতে যাত্রীসহ ট্রলারটি ডুবে যায়।

সাজ্জাদ হোসেন নামে এক যাত্রী বলেন, গ্রীন লাইনের ঢেউয়ে ট্রলারটি ভেঙে মুহূর্তে ডুবে যায়। যাত্রীরা কোনো মতে অন্যান্য নৌকা ও ট্রলারের সহায়তায় তীরে উঠতে পেরেছে। দিনের বেলা হওয়ায় কোনো প্রাণহানি হয়নি।

বিজ্ঞাপন

বরিশাল সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসনাত জামান জানান, খবর পেয়েই ঘটনাস্থলে নৌ পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে। ট্রলারডুবিতে যাত্রীদের মালামালের ক্ষয়ক্ষতি হলেও হতাহতের কোনো ঘটনা ঘটেনি। ট্রলারে থাকা সবাই সাঁতরে তীরে উঠতে পেরেছে।

সারাবাংলা/একে

কীর্তনখোলা নদী ট্রলারডুবি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর