Sunday 27 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পরিত্যক্ত টয়লেট থেকে যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ২৩:১০

কেরানীগঞ্জ: ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের মুজাহিদ নগর এলাকার সড়কের পাশে পরিত্যক্ত টয়লেট থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। রোববার (১৩ মার্চ) দুপুরে পুলিশ ও সিআইডি ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহতের লাশ উদ্ধার করে মিডফোর্ড হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের পরনে ছিল কালো রঙের জিন্স প্যান্ট ও কালো সার্ট। আনুমানিক বয়স হবে ৩৫ থেকে ৪০ বছর।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘নিহতের বুকের বাম দিকে আঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি হত্যাকাণ্ড। অন্য কোথাও হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে গেছে।’

ধারণা করা হচ্ছে মরদেহটি ৭/৮ দিন আগের, প্রায় অর্ধগলিত। নিহতের নাম পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ব্যাপারে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

দক্ষিণ কেরানীগঞ্জ মরদেহ উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর