নবীনবরণ ২০ মার্চ, শাবিপ্রবিতে ক্লাস শুরু ২১ মার্চ
শাবিপ্রবি করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২২ ২২:২৮
১৩ মার্চ ২০২২ ২২:২৮
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ হবে আগামী বোরবার (২০ মার্চ)। পরদিন সোমবার (২১ মার্চ) থেকে শুরু হবে শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম।
রোববার (১৩ মার্চ) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক ড. মুশতাক আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
ড. মুশতাক আহমেদ বলেন, গত ৮ মার্চ আমাদের বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ সেশনে স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শেষ হয়েছে। আমরা আগামী ২০ মার্চ শিক্ষার্থীদের ওরিয়েন্টেশনের আয়োজন করেছি। পরদিন ২১ মার্চ থেকে শুরু হবে ক্লাস কার্যক্রম।
এর আগে, গত ৪ জানুয়ারি থেকে শাবিপ্রবিতে ভর্তি কার্যক্রম শুরু হয়। এতে ‘এ-১’, ‘এ-২’ ও ‘বি’ ইউনিট মিলিয়ে ১ হাজার ৫৮৭টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৩০ হাজার ২৩৭ জন শিক্ষার্থী।
সারাবাংলা/টিআর