Sunday 27 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় আক্রান্ত ওবামা 

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২২ ১১:০৪ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ১২:৪৮
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন। এক টুইট বার্তায় এ তথ্য তিনি নিজেই নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গলা খুসখুস এবং হালকা ঠাণ্ডা ভাব থাকায় করোনা পরীক্ষা করালে ফল পজিটিভ আসে। শারীরিক জটিলতাও নেই। বুস্টার ডোজ দেওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, মিশেল ওবামার করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

ওই টুইট বার্তায় করোনা আক্রান্ত ওবামা মার্কিন নাগরিকদের ভ্যাকসিন নিতে উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, মিশেল ও তিনি ভ্যাকসিন নিয়েছেন। বুস্টার ডোজও পেয়েছেন। করোনা ভ্যাকসিন নেওয়া গুরুত্বপূর্ণ। এমনকি দেশে করোনা সংক্রমণ কমে গেলেও ভ্যাকসিন নিতে হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/একেএম

বারাক ওবামা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর