Tuesday 01 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২৫ মার্চ রাতে ১ মিনিটের ‘ব্ল্যাক আউট’ সারাদেশে

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৩:২৮ | আপডেট: ১৪ মার্চ ২০২২ ১৪:৪৬
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকা: একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি বাহিনী যে গণহত্যা চালিয়েছিল ঢাকায়, তার প্রতিবাদে আগামী ২৫ মার্চ রাতে এক মিনিটের জন্য সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ কর্মসূচি পালন করা হবে। ওই দিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত চলবে এই কর্মসূচি।

সোমবার (১৪ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে আরও বলা হয়েছে, কেপিআই ও জরুরি স্থাপনাগুলো এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো ধরনের আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে। ২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

এসব কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে বলেও জানানো হয়েছে তথ্য বিবরণীতে।

ছবি: ২০১৯ সালে পালন করা প্রতীকী ‘ব্ল্যাক আউট’, ঢাকার ছবি

সারাবাংলা/এএইচএইচ/টিআর

২৫ মার্চ গণহত্যা দিবস ব্ল্যাক আউট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর