Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাশিয়ায় ইনস্টাগ্রাম-ফেসবুক-টুইটার বন্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক
১৪ মার্চ ২০২২ ১৩:৩৭

সোমবার (১৪ মার্চ) সকাল থেকে রাশিয়ায় জনপ্রিয় সব সোশ্যাল নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হয়েছে। অবশ্য শুক্রবারই রাশিয়ার মিডিয়া রেগুলেটর ঘোষণা দিয়েছিল ফেসবুক এবং টুইটার বন্ধ করে দেওয়া হবে। রোববার রাত থেকে আর কেউ ওই দুই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না।

সোমবার থেকে ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামও কাজ করছে না বুলে জানিয়েছে সাইবার সিকিওরিটি ওয়াচডগ নেটব্লক্স।

রাশিয়ার বক্তব্য, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে রুশ সেনাদের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা চলছিল। সে কারণেই আপাতত সোশ্যাল নেটওয়ার্কগুলি বন্ধের সিদ্ধান্ত হয়েছে। সাধারণ মানুষকে বলা হয়েছে, সাময়িক সময়ের জন্য যোগাযোগের জন্য বিকল্প ব্যবস্থা করে নিতে।

বিশেষজ্ঞদের বক্তব্য, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রাশিয়ার একাংশের জনগণ দেশের বিরুদ্ধে যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তুলছিল। কয়েক হাজার মানুষকে যুদ্ধবিরোধী বিক্ষোভ থেকে গ্রেফতার করা হয়েছে। সামাজিক মাধ্যম ব্যবহার করে যেহেতু দ্রুত জনমত গড়ে তোলা যায়, তাই সোশ্যাল নেটওয়ার্ক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া।

সারাবাংলা/একেএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর