চট্টগ্রাম ব্যুরো: পৌনে এক কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় চট্টগ্রাম কাস্টমসের এক সাবেক কর্মকর্তাকে আট বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে আদালত তাকে এক কোটি টাকা জরিমানা অনাদায়ের আরও দুই বছরের কারাদণ্ড দিয়েছেন।
সোমবার (১৪ মার্চ) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুন্সী আব্দুল মজিদ এ রায় দিয়েছেন। দণ্ডিত চট্টগ্রাম কাস্টমসের সাবেক প্রিন্সিপ্যাল অ্যাপ্রেইজার (আমদানি) মোহাম্মদ হুমায়ুন কবির বর্তমানে পলাতক আছেন বলে জানা গেছে।
দুদকের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ লাবলু সারাবাংলাকে জানিয়েছেন, ৭৩ লাখ ৭২ হাজার ৮৪২ টাকার জ্ঞাত আয়ের উৎস বর্হিভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে ২০১০ সালের ৭ অক্টোবর নগরীর ডবলমুরিং থানায় হুমায়ুন কবিরের বিরুদ্ধে মামলা দায়ের হয়। দুদকের প্রধান কার্যালয়ে পরিচালক সৈয়দ ইকবাল হোসেন মামলাটি দায়ের করেন।
দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর তৎকালীন উপপরিচালক অতিরিক্ত পুলিশ সুপার লুৎফুল কবির চন্দন মামলা তদন্ত করে ২০১৮ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন ও সাক্ষ্যগ্রহণের পর আদালত দুদক আইন, ২০০৪ এর ২৭ (১) ধারায় হুমায়ুন কবিরকে দণ্ড দেন।
দণ্ডিত হুমায়ুন কবিরের অর্জিত সম্পদ রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্তেরও নির্দেশ দিয়েছেন আদালত।