Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা জার্মানির

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মার্চ ২০২২ ১৭:২১

বহরে নতুন যুদ্ধবিমান যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটি মার্কিন যুক্তরাষ্ট্রের তৈরি এফ-৩৫ যুদ্ধবিমান কেনার পরিকল্পনা করছে। ডয়চে প্রেস-এজেন্টারের বরাত দিয়ে রয়টার্সের খবর।

জার্মান বিমানবাহিনীর পুরনো টর্নেডো ফাইটার জেটের জায়গা দখল করবে এফ-৩৫ যুদ্ধবিমান। এর বাইরে আরও ১৫টি ইউরোফাইটার টাইফুন জেট কেনারও পরিকল্পনা রয়েছে বার্লিনের।

মূলত, যুক্তরাষ্ট্রের তৈরি এফ-১৮ যুদ্ধবিমান কেনার প্রাথমিক পরিকল্পনা ছিল জার্মানির। কিন্তু এফ-১৮ যুদ্ধবিমান পরমাণু অস্ত্র বহনে সক্ষম না হওয়ার কারণে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়।

গত কয়েক দশকে ইউরোপের পরমাণু শক্তিধর দেশগুলোর মধ্যে জার্মানি উল্লেখযোগ্য মাত্রায় সামরিক বাজেট কমিয়ে এনেছিল। তবে ইউক্রেনে রুশ হামলার পর দেশটির নতুন চ্যান্সেলর ওলাফ শোলৎজ আকস্মিক সামরিক বাজেট বাড়ানোর সিদ্ধান্ত নেন। জার্মান সামরিক বাহিনীর বহরে নতুন যুদ্ধবিমান, আধুনিক রণতরী ও অন্যান্য অস্ত্রশস্ত্র কিনতে জরুরি ১০০ বিলিয়ন ইউরোর তহবিল গঠনের সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/আইই

এফ-৩৫ যুদ্ধবিমান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর