এবার মানুষ রুখে দাঁড়াবে: মির্জা ফখরুল
১৪ মার্চ ২০২২ ১৭:৫৫
ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার নির্বাচন কমিশন গঠন করেছে, যাতে আরেকটা ‘সেই ধরনের’ নির্বাচন করা যায়। তবে এবার মানুষ রুখে দাঁড়াবে। বাংলাদেশের মানুষ কখনও পরাজিত হয় না।
সোমবার (১৪ মার্চ) সকালে জাতীয় প্রেস ক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘স্বাধীনতা ফোরাম’ এই আলোচনা সভা আয়োজন করে।
মির্জা ফখরুল বলেন, ‘কী ভয়াবহ কাণ্ড! দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দেশের মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। সরকার সেটাকে সম্পূর্ণভাবে অস্বীকার করছে এবং মন্ত্রীরা হেসে হেসে বলছে যে, দাম যেমন বেড়েছে, আয়ও তো বেড়েছে। কার আয় বেড়েছে? এরা জিডিপির (জাতীয় প্রবৃদ্ধি হার) শুভঙ্করের ফাঁকি দেখায়। জিডিপি কাকে বলে? সব কিছু মিলিয়ে যেটা আসে সেটাকে বলে জিডিপি। তারপর বলে যে, পার ক্যাপিটাল ইনকাম এত হয়েছে।’
মাথাপিছু আয় (পার ক্যাপিটাল ইনকাম) কীভাবে হিসাব করা হয়, তার ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘আমি আয় করি মাসে ৫০ হাজার টাকা, আর আমার ভাই আয় করে মাসে ৫ হাজার টাকা- এই দুটা কী এক? এই দুইটা মিলে যদি দুই ভাগ করেন তাহলে পার ক্যাপিটাল ইনকাম কিন্তু ওর আসবে ২৫ হাজার, আমার আসবে ২৫ হাজার। বাস্তবে তার আয় তো ২৫ হাজার নয়।’
মির্জা ফখরুল বলেন, ‘এ দেশের ৯০ ভাগ মানুষের আয় কম হচ্ছে। দেশের দারিদ্র্য শতকরা আরও ২ ভাগ বেড়েছে। এই বিষয়গুলো অস্বীকার করে অবলীলায় মানুষকে বোকা বানানোর চেষ্টা করে হচ্ছে।’
ইন্দিরার ছেলে প্রধানমন্ত্রী হলে তারেক কেন নয়
প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমদের সহধর্মিনী অধ্যাপক হাসনা মওদুদ বলেন, ‘রাজনৈতিকভাবে তারেক জিয়ার কথা ওঠে। আমি তারেক জিয়াকে অত্যন্ত স্নেহ করি। আমি বলতে চাই, ইন্দিরা গান্ধীর ছেলে যদি ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার হতে পারে এবং সেই ছেলের ছেলেও যদি প্রাইম মিনিস্টার হওয়ার পথ পেতে পারে তাহলে তারেক জিয়া কেন হতে পারবে না। তার যে বুদ্ধি, মেধা- সে তো এখন সব কিছু চালিয়ে যাচ্ছে।’
খালেদা জিয়ার মুক্তি চেয়ে তিনি বলেন, ‘আমাদের সবচেয়ে বড় দুঃখ হলো আমরা বেগম জিয়াকে মুক্ত করতে পারি নাই। মওদুদ আহমদ মুক্ত খালেদা জিয়াকে দেখতে চেয়েছিলেন। আমিও মওদুদের অসম্পূর্ণ স্বপ্ন গণতন্ত্রের মাতা বেগম জিয়াকে মুক্ত দেখতে চাই। আমি নোয়াখালী-৫ আসনের গরীব মা-ভাই-বোনের পাশে দাঁড়াতে চাই- সেটাও কিন্তু মওদুদের প্রতি শ্রদ্ধা-ভালোবাসার কারণে।’
সংগঠনটির সভাপতি আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদিন ফারুক, আমান উল্লাহ আমান, আবদুস সালাম, কেন্দ্রীয় নেতা শামসুর রহমান শিমুল বিশ্বাস, শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, শামীমুর রহমান শামীম, নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
সারাবাংলা/এজেড/পিটিএম