Saturday 23 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে কাঁচা মরিচের কেজি ১০০ টাকা

লোকাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ১৯:১৫

দিনাজপুর: সরবরাহ কমের অজুহাতে দিনাজপুরের হিলিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে কাঁচা মরিচের দাম। একদিনের ব্যবধানে প্রকারভেদে কেজিতে ২০ টাকা দাম বেড়ে প্রতিকেজি কাঁচা মরিচ বিক্রি হচ্ছে ১০০ টাকা কেজি দরে। দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষরা।

সোমবার (১৪ মার্চ) দুপুরে হিলি বাজার ঘুরে দেখা যায়, কাঁচামালের দোকানগুলোতে কমেছে কাঁচা মরিচের সরবরাহ। যার প্রভাবে বেড়েছে এসব মরিচের দাম। একদিনের ব্যবধানে কেজিতে বেড়েছে ২০ টাকা। আর এতে চরম বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষেরা।

বিজ্ঞাপন

হিলি বাজারের ক্রেতা নাহিদ হোসেন বলেন, কয়েকদিন আগে কাঁচামরিচ কিনেছিলাম ৪০/৫০ টাকা কেজি। সেদিনও কিনলাম ৬০/৭০ টাকা। আজ এসে শুনি প্রতিকেজি কাঁচামরিচের দাম ১০০ টাকা।

হিলি বাজারে কাঁচামাল বিক্রেতা মিঠু হোসেন বলেন, দেশের বিভিন্ন স্থানে কাঁচা মরিচের উৎপাদন কিছুটা ব্যহৃত হয়েছে। যার প্রভাবে বাজারে কাঁচা মরিচের সরবরাহ কমে গেছে। আমাদের বেশি দামে কিনতে হচ্ছে। সরবরাহ বাড়লে দাম আবারও কমে আসবে। আমরা ১০০ টাকা কেজি দরে কাঁচা মরিচ বিক্রি করছি।

সারাবাংলা/এএম

কাঁচা মরিচ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর