Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নাপা সিরাপের নমুনা পরীক্ষায় ক্ষতিকর কিছু পাওয়া যায়নি’

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২২ ২০:৪৪

ঢাকা: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ খেয়ে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠে ১০ মার্চ। এ অভিযোগ তদন্তের জন্য ওষুধ প্রশাসন অধিদফতরের পরিচালক ডা. আকিব হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। একইসঙ্গে নির্ধারিত ব্যাচের নাপা সিরাপ বিক্রি করতে নিষেধ করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি। তবে সেই তিনটি ব্যাচের নমুনা পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি বলে জানিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর।

সোমবার ( ১৪ মার্চ) রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রতিষ্ঠানটির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফ।

তিনি বলেন, আশুগঞ্জের যে দোকান থেকে কেনা ওষুধ সেবনের পর ওই দুই শিশু মারা গেছে, সেই দোকান থেকে আটটি বোতল সংগ্রহ করা হয় নমুনা হিসেবে। সেই দোকান থেকে আরও দুইটি ব্যাচের নমুনাও সংগ্রহ করা হয়। কিন্তু সেখানে কোনো সমস্যা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, আটটি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়, যা ওই ব্যাচের স্যাম্পল। কোম্পানির ব্যাখ্যা হলো মোট ৮২ হাজার বোতল উৎপাদন করা হয়েছে। তবে, এতে কোনো সমস্যা পাওয়া যায়নি। তিনটা নমুনা পরীক্ষা করে জানা যায়, মানসম্মত এইটা। এর মধ্যে কোনো সমস্যা নেই। মাঠপর্যায়ে আরও নমুনা পরীক্ষা করা হবে।

তিনি জানান, যে সিরাপ খাওয়ায় শিশু দুটির মৃত্যু হয়েছে, সেই সিরাপ পুলিশ জব্দ করেছে। তবে, মা ফার্মেসিতে যে বাকি ওষুধ ছিল, তা পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

মহাপরিচালক বলেন, যে বোতলের সিরাপ শিশু দুটিকে খাওয়ানো হয়েছিল, সেটা পরীক্ষা করতে পারেনি ওষুধ প্রশাসন অধিদফতর। কিন্তু স্যাম্পল হিসেবে যেগুলো নেওয়া হয়েছিল, তার নমুনা পরীক্ষা করে জানা যায়, সেগুলো মানসম্মত। পরীক্ষা করে ক্ষতিকর কিছু পাওয়া যায়নি।

তিনি বলেন, বাচ্চা দুটি কেন, কী কারণে মারা গেছে, তা ভিসেরা রিপোর্টে পাওয়া যাবে। তবে ওই শিশু দুটির মৃত্যুর কারণ এখনো উদঘাটন হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদনের অপেক্ষা করা হচ্ছে।

এর আগে ১০ মার্চ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে নাপা সিরাপ সেবন করে একই পরিবারের দুই শিশুর মৃত্যুর অভিযোগ পাওয়া যায়। এ ঘটনায় সারাদেশের পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ওষুধ পরীক্ষার নির্দেশ দেয় ওষুধ প্রশাসন অধিদফতর। সেই সঙ্গে পরীক্ষার প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর জন্যও বলা হয়।

১৩ মার্চ ওষুধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ ইউসুফের সই করা এক অফিস আদেশে বলা হয়, গণমাধ্যমের খবরে জানা গেছে- বেক্সিমকো ফার্মাসিটিক্যালসের প্যারাসিটামল ১২০ মিলিগ্রাম ও ৫ মিলিগ্রাম সিরাপের (ব্যাচ নং ৩২১১৩১২১, উৎপাদন তারিখ ১২/২০২১, মেয়াদোত্তীর্ণের তারিখ ১১/২০২৩) ওষুধ সেবন করে একই পরিবারের দুই শিশু মারা গেছে।

এমন পরিস্থিতিতে সারাদেশের বিভাগীয় ও জেলা কার্যালয়ের কর্মকর্তাকে স্ব-স্ব নিয়ন্ত্রণাধীন এলাকায় পাইকারি ও খুচরা ফার্মেসি পরিদর্শন করে ওই ব্যাচের নমুনা পরীক্ষা ও বিশ্লেষণ করে প্রতিবেদন ন্যাশনাল কন্ট্রোল ল্যাবরেটরিতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, যদি দোষী প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে সরকারি যে আইন আছে সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ওষুধ প্রশাসন অধিদফতর যা যা করা প্রয়োজন তা করছে। আমাদের স্বাস্থ্যসেবা বিভাগও বিষয়টির ওপর কাজ করছে। ব্যবস্থা গ্রহণ করা হবে সেটা আপনারা দেখতেই পারবেন।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দূর্গাপুর গ্রামে ইটভাটা শ্রমিক সুজন খানের দুই শিশু সন্তান ইয়াছিন খান এবং মোরসালিন খান জ্বরে আক্রান্ত হয়।

বৃহস্পতিবার (১০ মার্চ) রাতে বাড়ির পাশের বাজারের ‘মা ফার্মেসি’ থেকে বেক্সিমকোর তৈরি নাপা সিরাপ নিয়ে শিশুদের সেবন করান। এরপর ওই দুই শিশু অসুস্থ হয়ে পড়ে। তাদের রাতেই আশুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে হাসপাতালের চিকিৎসক শিশুদের প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি পাঠিয়ে দেন। এ অবস্থায় বাড়ি ফেরার পথে ইয়াছিন ও বাড়িতে ফেরার পর মোরসালিন মারা যায়।

মারা যাওয়া দুই শিশুর চাচা ফোরকান ও উজ্জল মিয়া জানান, নাপা সিরাপ খাওয়ানোর পরেই তারা মারা গেছে। একই ঘরে দুই সহোদরের মৃত্যুর ঘটনায় পুরো এলাকাজুড়ে তোলপাড় শুরু হয়। এরপর শুক্রবার রাতে জেলায় নাপা সিরাপ বিক্রি বন্ধের ঘোষণা দেয় ব্রাহ্মণবাড়িয়া কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। তা শনিবার থেকে কার্যকর হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত বেশ কয়েকটি তদন্ত কমিটিও করা হয়েছে।

সারাবাংলা/এসবি/এএম

টপ নিউজ নাপা সিরাপ


বিজ্ঞাপন
সর্বশেষ

আইভরি কোস্টে সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৮ সেপ্টেম্বর ২০২৪ ১৩:৪০

সম্পর্কিত খবর