Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মোংলার লোকালয় থেকে হরিণ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১১:২১

মোংলা: বাগেরহাটের মোংলার লোকালয় থেকে একটি চিত্রা হরিণ উদ্ধার করেছে বনবিভাগ। মঙ্গলবার (১৫ মার্চ) সকাল উপজেলার মোংলা ইপিজেড এলাকা থেকে হরিণটিকে উদ্ধার করা হয়।

পরে হরিণটিকে বন বিভাগের কর্মকর্তা করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র নিয়ে যান। লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি দীর্ঘ ৮/৯ মাস আগে সুন্দরবন থেকে লোকালয় চলে আসে।

বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৯টার দিকে মোংলা ইপিজেড এলাকায় চিত্রা হরিণটি দেখতে পান কয়েকজন স্থানীয়। এসময় তারা হরিণটিকে তাড়া করে আটক করেন। সকাল সাড়ে ৯টার দিকে হরিণটিকে উদ্ধার করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে নিয়ে যায় বন বিভাগের কর্মকর্তারা।

করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার আজাদ কবির বলেন, ‘লোকালয় থেকে উদ্ধার হওয়া হরিণটি দীর্ঘ ৮/৯ মাস আগে সুন্দরবন থেকে লোকালয়ে এসেছিল। অনেক চেষ্টা করে তাকে ধরা সম্ভব হয়নি। আজ স্থানীয়দের সহায়তায় হরিণটিকে উদ্ধার করতে সক্ষম হই। হরিণটিকে ট্রলারে করে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে সুন্দরবনে অবমুক্ত করা হবে।’

সারাবাংলা/এমও

টপ নিউজ বনবিভাগ মোংলা লোকালয় হরিণ উদ্ধার


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর