ঢাকা: রাজধানীর দক্ষিণখান এলাকায় মাদক ব্যবসায়ীকে ধরতে অভিযানের সময় পুলিশের ওপর হামলা চালায় কয়েকজন মাদক ব্যবসায়ী। ওই সময় বেশ কয়েকজন পুলিশ সদস্য গুরুতর আহত হন ও পুলিশের হ্যান্ডকাফ ছিনিয়ে নেয় মাদক ব্যবসায়ীরা। পরবর্তীতে এ ঘটনায় একটি মামলা করে পুলিশ।
সোমবার (১৪ মার্চ) দিবাগত রাতে রাজধানীর তুরাগ, দক্ষিণখান ও উত্তরা এলাকায় অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত ৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। একইসঙ্গে ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফটিও উদ্ধার করে পুলিশ।
গ্রেফতাররা হলো— লস্কর আলী, মো. নুরুল ইসলাম, মো. জাহাঙ্গীর আলম, জহিরুল ইসলাম, মো. কামরুল ইসলাম, মো. নজরুল ইসলাম, ঝিনুক, মোসা. খুশি ও চম্পা।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (মিরপুর বিভাগ) অতিরিক্ত উপ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ছিনিয়ে নেওয়া হ্যান্ডকাফসহ পুলিশের ওপর হামলাকারীদের মধ্যে ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। গত ১৩ মার্চ দুপুরে দক্ষিণখান কোর্টবাড়ি রেলগেইট চেকপোস্ট এলাকায় তল্লাশি কার্যক্রম চলাকালে গাঁজাসহ কামরুল ইসলাম ও জহিরুল ইসলাম নামে দুইজনকে আটক করে গোয়েন্দা পুলিশ। এসময় অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জন লোক পুলিশের ওপর হামলা করে। ইট পাটকেল ও পাথর নিক্ষেপ করে পুলিশের কাছে থাকা হ্যান্ডকাফ ছিনিয়ে নিয়ে যায়। ওই ঘটনায় দক্ষিণখান থানায় ১৬ জনসহ অজ্ঞাতনামা বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলা করে পুলিশ।
গ্রেফতাররা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, গ্রেফতাররা একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছে।