Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১৪৫ কোটি টাকায় ২ টাগবোট কিনছে চট্টগ্রাম বন্দর

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ১৯:৩৪

চট্টগ্রাম ব্যুরো: ১৪৫ কোটি টাকা ব্যয়ে দু’টি টাগবোট কিনছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী জুনে টাগবোটগুলো বন্দরের নৌযানের বহরে যুক্ত হবে।

গত ১২ জানুয়ারি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় চট্টগ্রাম বন্দরের জন্য দু’টি উচ্চ ক্ষমতাসম্পন্ন টাগবোট কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

জানা গেছে, টাগবোট কেনার জন্য ‘এক ধাপ দুই খাম’ পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হয়েছিল। এতে দু’টি আন্তর্জাতিক প্রতিষ্ঠান অংশ নেয়। সর্বনিম্ন দরদাতা প্রতিষ্ঠান হিসেবে হংকংভিত্তিক চিওয় লি শিপইয়ার্ড লিমিটেডকে টাগবোট দু’টি সরবরাহের প্রস্তাব অনুমোদন করে ক্রয় কমিটি।

এরপর ১৪৫ কোটি ২২ লাখ ৫৬ হাজার টাকায় দু’টি আধুনিক প্রযুক্তির টাগবোট কিনতে সোমবার (১৪ মার্চ) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি সই করে। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম শাহজাহান, সরবরাহকারী প্রতিষ্ঠানের স্থানীয় প্রতিনিধি ই-ইঞ্জিনিয়ারিং লিমিটেডের চেয়ারম্যান তরফদার মো. রুহুল আমিন, প্রধান নির্বাহী কর্মকর্তা, সেরাজুস সালেকিন, নির্বাহী পরিচালক মহিবুল্লাহ মোর্শেদ।

এছাড়া চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ) কামরুল আমিন, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোস্তাফিজুর রহমান, সদস্য (প্রকৌশল), ক্যাপ্টেন মোহাম্মদ মাহবুবুর রহমান, উপ-সংরক্ষক, ক্যাপ্টেন মো. ফরিদুল আলম, সচিব মো. ওমর ফারুকসহ আরও কর্মকর্তারা ছিলেন।

সারাবাংলা/আরডি/টিআর

চট্টগ্রাম বন্দর চুক্তি সই টাগবোট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর