প্রাণ বাঁচাতে আত্মসমর্পণ করুন— রুশ সেনাদের জেলেনস্কির তাগিদ
আন্তর্জাতিক ডেস্ক
১৫ মার্চ ২০২২ ২০:৪১
১৫ মার্চ ২০২২ ২০:৪১
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমির জেলেনস্কি তার দেশে আগ্রাসন চালানো রুশ সেনাদের অবিলম্বে আত্মসমর্পণের তাগিদ দিয়েছেন। সোমবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে জেলেনস্কি দাবি করেন, ইউক্রেনে হামলা করে চেচেন-রাশিয়া সংঘর্ষের চেয়েও বেশি ক্ষয়ক্ষতির শিকার হয়েছে রাশিয়া।
জেলেনস্কির দাবি, রুশ সেনারা ইতোমধ্যে বুঝতে পেরেছে, ইউক্রেনে তারা কিছুই লাভ করতে পারবে না। রুশ সেনাদের উদ্দেশে তিনি বলেন, ‘আমি জানি আপনারা বেঁচে থাকতে চান, তাই আপনারা অবিলম্বে আত্মসমর্পণ করুন।’ আত্মসমর্পণকারী রুশ সেনাদের সঙ্গে তার দেশ ভালো আচরণ করবে বলেও প্রতিশ্রুতি ব্যক্ত করেন জেলেনস্কি।
যুদ্ধের বিরুদ্ধে রুশ নাগরিকরা প্রতিবাদ করছে বলে উল্লেখ করে জেলেনস্কি বলেন, যেসব রুশ নাগরিকরা সত্য প্রচারে বিরত নন, তাদের প্রতি আমরা কৃতজ্ঞ।
সারাবাংলা/আইই