Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশ থেকে কর্মী নেবে রোমানিয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
১৫ মার্চ ২০২২ ২২:০৬

ঢাকা: বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে রোমানিয়া। আর আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী যথাযথ প্রশিক্ষণ ও সনদায়নের মাধ্যমে দক্ষ করে কর্মী পাঠানোর কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।

মঙ্গলবার (১৫ মার্চ) রোমানিয়ার রাজধানী বুখারেস্টের (থার্ড ডিস্ট্রিক) মেয়র রবার্ট সোরিন নেগোইতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ও মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনের সঙ্গে এক সৌজন্য বৈঠকে এ বিষয়ে আলোচনা করা হয়।

বিজ্ঞাপন

এ সময় বুখারেস্টের মেয়র বলেন, ‘রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন সেক্টরে বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।’

এর পরিপ্রেক্ষিতে প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, ‘বাংলাদেশের কর্মীরা অত্যন্ত পরিশ্রমী। পৃথিবীর বহু দেশের উন্নয়ন কর্মকাণ্ডে আমাদের কর্মীদের অবদান রয়েছে।’ এছাড়াও তারা দু’দেশের পারস্পরিক সহযোগিতা এবং স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।

এ সময় বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুল কাদের এবং বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/জেআর/পিটিএম

কর্মী বাংলাদেশ রোমানিয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর