বগুড়ায় ফ্রিল্যান্সারদের ফ্রি কোর্স
১৫ মার্চ ২০২২ ২২:০৪
বগুড়া: এমআইটি পার্কের আয়োজনে ফ্রিল্যান্স বেজড স্কিল ডেভেলপমেন্টের ফ্রি কোর্সের অধীনে থার্টি ডেজ চ্যালেঞ্জ শুরু হয়েছে।
মঙ্গলবার (১৫ মার্চ) বিকেলে দত্তবাড়ীস্থ বগুড়া ট্রেড সেন্টারে এই কার্যক্রম উদ্বোধন করেন এমআইটি পার্কের চেয়ারম্যান ও চেম্বার সভাপতি মাসুদুর রহমান সিআইপি।
উদ্বোধন অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের পরিচালক মাহমুদুর রহমান মাসুম, পরিচালক মোসাদ্দিকুর রাহিম মিশু, পরিচালক রিয়াজুল মাসুদ রিহাম, প্রজেক্ট ডিরেক্টর সজীব কুমার সূত্রধরসহ অন্যান্যরা।
তারা বলেন, ফ্রিল্যান্সার তৈরির এই উদ্যোগ দেশের বেকারদের আত্মকর্মসংস্থান সৃষ্টিতে বিরাট ভূমিকা রাখবে।
প্রসঙ্গত, ফ্রি কোর্সে বগুড়ার ১৫০ জন ফ্রিল্যান্সার অংশ নিয়ে মেধার ভিত্তিতে ১৫ জন নির্বাচিত হয়ে এক মাসব্যাপী অ্যাডমিন সাপোর্ট কোর্সের ১ম ব্যাচে প্রশিক্ষণের সুযোগ লাভ করেছেন।
সারাবাংলা/একেএম