Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন— অভিযোগের তীর ভাগ্নের দিকে

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ০০:১৬

ঢাকা: রাজধানীর উত্তরায় বাসায় ঢুকে শামসুদ্দিন খান (৬৫) নামে এক ব্যবসায়ীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে তার ভাগ্নে খুন করেছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুরের দিকে উত্তরা ১৩ নম্বর সেক্টর ১২ নম্বর রোডে ৮০ নম্বর বাড়ির ৫ম তলায় এই ঘটনা ঘটে। পরে স্বজনরা তাকে উদ্ধার করে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শামসুদ্দিনের ছেলে আসাদুজ্জামানের রিপনের বন্ধু মো. মমিন জানান, শামসুদ্দিনের আরএফএল’র ডিলারশিপের ব্যবসা আছে। ছেলে রিপন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। তাদের গ্রামের বাড়ি বরিশাল জেলার হিজলা থানায়।

মমিন বলেন, ‘জানতে পেরেছি, দুপুরের দিকে ওই বাসায় রিপনের ফুফাতো ভাই তানভীর দু’জনকে নিয়ে বাসায় প্রবেশ করেন। শামসুদ্দিন তাদের খাওয়া-দাওয়া করতে বলেন। এর মধ্যে শামসুদ্দিনের স্ত্রী তাদের বাসায় রেখে স্কুলে চলে যান নাতনিকে আনতে।’

মমিন আরও বলেন, ‘আন্টি স্কুল থেকে নাতনিকে নিয়ে বাসায় ফিরে দেখেন দরজা বন্ধ। অনেকক্ষণ ধরে ডাকাডাকি করেন। পরে বাসার ভেতরে থাকা ওই তিনজনের মধ্যে একজন দরজা খুলে দেয়। পরে আন্টি বাসায় ঢুকে স্বামীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। এ সময় তানভীরসহ তিনজন দ্রুত পালিয়ে যায়। পরে আহত শামসুদ্দিনকে উত্তরা ক্রিসেন্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

মমিন বলেন, ‘রিপন আমার ঘনিষ্ঠ বন্ধু। আমার জানা মতে, পরিবারিক কোনো ঝামেলা তাদের নেই। তবে রিপনের ফুফাতো ভাই তানভীরকে ধরলে ঘটনা জানা যাবে।’

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মো. আখতারুজ্জামান ইলিয়াস জানান, বাসার ভেতরে শামসুদ্দিন নামের ওই ব্যক্তিকে ছুরিকাঘাত করা হয়। পরে তাকে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। কেন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, এছাড়া বাসা থেকে কোনো কিছু খোয়া গেছে কি না- সব তদন্ত করে দেখা হচ্ছে। তদন্তের পর বিস্তারিত বলা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/পিটিএম

ছুরিকাঘাত ব্যবসায়ী খুন ভাগ্নে

বিজ্ঞাপন

খেজুর আমদানিতে শুল্ক কমলো
২২ নভেম্বর ২০২৪ ২১:০৮

আরো

সম্পর্কিত খবর