ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদন করেছে তার পরিবার। পাশাপাশি আবেদনে খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসা করার অনুমতি চাওয়া হয়েছে।
বুধবার (১৬ মার্চ) আইন মন্ত্রণালয় সূত্র এ খবর নিশ্চিত করেছে।
সূত্র জানায়, খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বাড়ানোর আবেদনটি করা হয়েছে তার পরিবারের পক্ষ থেকে। আবেদনটি ইতোমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। খালেদা জিয়ার ভাই শামীম ইস্কান্দার মন্ত্রণালয়ে এ আবেদন করেন। আবেদনে এবারও তাকে বিদেশে চিকিৎসার অনুমতি চাওয়া হয়েছে।
উল্লেখ্য, এর আগে ২০২০ সালের ২৫ মার্চ দুই শর্তে সরকারের নির্বাহী আদেশে খালেদা জিয়াকে ৬ মাসের জন্য মুক্তি দেওয়া হয়। ফৌজদারি কার্যবিধির ৪০১ ধারার উপধারা ১-এ সাজা স্থগিত দেখিয়ে এখন পর্যন্ত চার দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হয়। আগামী ২৪ মার্চ খালেদা জিয়ার সর্বশেষ মুক্তির মেয়াদ শেষ হবে।