আদম ব্যবসায়ের অভিযোগে ইউপি সদস্য আসিফ গ্রেফতার
১৬ মার্চ ২০২২ ২১:৫৪
ঝিনাইদহ: আদম ব্যবসায়ের অভিযোগে দায়ের করা মামলায় ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আসিফ ইকবালকে গ্রেফতার করেছে পুলিশ। বেড়াশুলা গ্রামের জানু বেগম নামের এক নারী বাদী হয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করেছিলেন।
মঙ্গলবার (১৫ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি সদর উপজেলার বেড়াশুলা গ্রাম থেকে তাকে গ্রেফতার করে সদর থানা পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ইউপি সদস্য আসিফ ইকবাল নিজ বাড়িতেই অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে বুধবার (১৬ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
সদর উপজেলার মধুহাটি ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নবনির্বাচিত ইউপি সদস্য আসিফ ইকবালের বিরুদ্ধে আদম ব্যবসায়ের অভিযোগ দীর্ঘ দিনের। তার বিরুদ্ধে অভিযোগ, পরিবারে স্বচ্ছলতা আনার প্রলোভন দেখিয়ে তিনি স্থানীয়দের বিদেশে পাঠানোর জন্য টাকা নিতেন। উচ্চ বেতনের লোভ দেখিয়ে তিনি কোম্পানি ভিসার নামে বেশকিছু ব্যক্তিকে সৌদি আরবে পাঠিয়েছেন। কিন্তু সেখানে তারা কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছেন।
স্থানীয়রা বলছেন, আসিফ ইকবালের খপ্পড়ে পড়ে অন্তত আটটি পরিবার সর্বস্বান্ত হয়েছে। তারা আসিফের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সারাবাংলা/টিআর