Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘শেখ হাসিনার নেতৃত্বে সরকার শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ২০:১৭

নারায়ণগঞ্জ: বর্তমান সরকারকে শিক্ষাবান্ধব হিসেবে অভিহিত করেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দেশের শিক্ষাব্যবস্থা আধুনিকায়ন করেছে। সরকার দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের দিকে গুরুত্ব দিয়েছে। দ্রুতগতিতে এগিয়ে চলছে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোর উন্নয়ন কাজ।

বুধবার (১৬ মার্চ) বিকে‌লে নারায়ণগ‌ঞ্জের রূপগঞ্জ উপজেলার পু‌টিনা এলাকায় দাউদপুর পু‌টিনা উচ্চ বিদ্যাল‌য়ে বা‌র্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠা‌নে প্রধান অতিথির বক্ত‌ব্যে মন্ত্রী এসব কথা ব‌লেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ব‌লেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনে দেশ গঠনে ভূমিকা রাখবে। শিক্ষার্থীদেরকে সুশিক্ষায় শিক্ষিত হয়ে দেশ গঠনে নিজেকে তৈরি করতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শিক্ষাকে গুরুত্ব দিয়েছেন। এই সুফল নিতে আজকের শিক্ষার্থীদের সুশিক্ষিত হওয়ার জন্য সময় নষ্ট না করে লেখাপড়ায় মনোযোগী হতে হ‌বে।

মন্ত্রী আরও বলেন, বর্তমান বিশ্বে আধুনিক প্রযুক্তির এ সময়ে টিকে থাকতে হলে প্রতিটি শিক্ষার্থীকে পড়ালেখায় আরও মনোযোগী হতে হবে। সরকার শিক্ষা ক্ষেত্রে সবচেয়ে বেশি কাজ করে যাচ্ছে। শিক্ষার মান উন্নয়নে বর্তমান সরকার আন্তরিকতার সঙ্গে বিভিন্ন যুগোপযোগী কর্মকাণ্ড বাস্তবায়ন করে যাচ্ছে।

আগের যেকোনো সরকারের চেয়ে বর্তমান সরকার শিক্ষা খাতের জন্য বেশি কাজ করছে বলেও উল্লেখ করেন গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক। তিনি বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে সবচেয়ে বেশি কাজ করেছে। প্রতিটি বিদ্যালয়েই নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে এবং হচ্ছে। অতীতে কোনো সরকার শিক্ষার উন্নয়নে এত উন্নয়নমূলক কাজ করেনি।

বিজ্ঞাপন

দাউদপুর পু‌টিনা উচ্চ বিদ্যাল‌য়ের ম্যা‌নে‌জিং ক‌মি‌টির সভাপ‌তি সৈয়দ র‌ফিকুল ইসলা‌মের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠা‌নে উপ‌স্থিত ছি‌লেন কাঞ্চন পৌরসভার মেয়র র‌ফিকুল ইসলাম, রূপগঞ্জ ইউনিয়ন প‌রিষ‌দের চেয়ারম্যান সালিউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা সৈয়দ মারফত আলী, উপ‌জেলা আওয়ামী লী‌গের সা‌বেক দফতর সম্পাদক আব্দুল আজিজ, যুবলীগ নেতা শা‌হিন মালুম, দাউদপুর পু‌টিনা উচ্চ বিদ্যাল‌য়ের প্রধান শিক্ষক আব্দুল গাফ্ফারসহ অন্যরা।

এর আগে, দাউদপুর পুটিনা উচ্চ বিদ্যালয়ের চার তলা নতুন একা‌ডেমিক ভবন নির্মাণকা‌জের শুভ উদ্বোধন ক‌রেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

সারাবাংলা/টিআর

গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বস্ত্র ও পাটমন্ত্রী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর