Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে খুশি সৌদি, বড় বিনিয়োগের অপেক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট
১৬ মার্চ ২০২২ ২৩:২৮

ঢাকা: সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে সাম্প্রতিক বাংলাদেশ অর্থনৈতিক খাতে যে অভূতপূর্ব উন্নয়ন করেছে, সেটির প্রশংসা করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই এমন অর্থনৈতিক উন্নতি সম্ভব হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে সৌদি আরবকে বড়ধরনের বিনিয়োগের আহ্বান জানান।

বিজ্ঞাপন

বুধবার (১৬ মার্চ) প্রধানমন্ত্রীর সঙ্গে তার সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশে সফররত সৌদি পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সৌদ সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফ করেন।

বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরবের বিনিয়োগকারীরা বাংলাদেশের দেওয়া বিদ্যমান বিভিন্ন সুবিধা কাজে লাগাবেন। বিশেষ অর্থনৈতিক জোনে সৌদি বিনিয়োগকারীদের জন্য জমি বরাদ্দ করাসহ তাদের সহযোগিতা জোরদারে প্রস্তুত বাংলাদেশ।’

শেখ হাসিনা বলেন, তার সরকার দেশব্যাপী একশটি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে। সৌদি আরবের সঙ্গে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্কের বিষয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, ‘অনেক ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা হয়েছে। দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের এসব খাতের মধ্যে রয়েছে অর্থনীতি, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি, শিক্ষা, সংস্কৃতি ও প্রতিরক্ষা।’

বৈঠকে সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমাদের অনেক কোম্পানি বাংলাদেশের জ্বালানি খাতে বিশেষ করে নবায়নযোগ্য জ্বালানি খাতে বিনিয়োগ করতে আগ্রহী।’

এর আগে, সকালে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনও সৌদি বিনিয়োগ বিষয়ে সাংবাদিকদের জানিয়েছিলেন সবধরনের সুবিধা দেওয়া হবে সৌদি কোম্পানিগুলোকে। তিনি জানান, ইতোমধ্যে ২০টি কোম্পানি আগ্রহ প্রকাশ করেছে।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কয়েকটি সৌদি কোম্পানি বাংলাদেশে ইতোমধ্যে কাজ শুরু করে দিয়েছে। কয়েকশ’ কোটি ডলার বিনিয়োগের অপেক্ষা করছে তারা।’ তিনি আরও বলেন, ‘বহু বাংলাদেশি কর্মী বৈশ্বিক অর্থনীতিতে অবদান রাখছেন।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ককে বাড়াতে ও বন্ধনকে জোরদার করতে আগামী দিনগুলোতে কাজ করা হবে বলে জানান তিনি। সৌদি পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘নতুন খাত খুঁজে বের করে অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোয় আমরা সর্বোচ্চ অগ্রাধিকার দেবো।’

এ সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেন, ‘সৌদি আরব বাংলাদেশের জনগণের হৃদয়ের একটি বিশেষ স্থানে রয়েছে।’

এ সময় পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ মো. জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমেদ কায়কাউস, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. জাভেদ পাটোয়ারি, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসাফ ইসা আল দুলাইহান উপস্থিত ছিলেন।

সারাবাংলা/টিএস/পিটিএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর