চবিতে নিয়োগে লেনদেনের অডিও রেকর্ড ফাঁস, ২ জন বরখাস্ত
১৭ মার্চ ২০২২ ০০:০৭
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে লেনদেনের অডিও রেকর্ড ফাঁসের ঘটনায় দু’জনকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বুধবার (১৬ মার্চ) রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক এস এম মনিরুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন। বরখাস্ত দু’জন হলেন- উপাচার্যের পিএস খালেদ মিসবাহুল মোকর রবীন ও কর্মচারী আহমেদ হোসেন।
রেজিস্ট্রার মনিরুল হাসান বলেন, ‘অভিযুক্ত দুইজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির এখনো তদন্ত চলছে।’
এর আগে, ৩ মার্চ ফারসি ভাষা ও সাহিত্য বিভাগে শিক্ষক নিয়োগে আর্থিক লেনদেনের কয়েকটি অডিও ফাঁস হয়। এই অভিযোগের ভিত্তিতে উপাচার্যের একান্ত সহকারী মিছবাহুল মোকর রবীনকে বদলিও করা হয়। পরে এই ঘটনায় গত ৫ মার্চ চার সদস্যের একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।
সারাবাংলা/সিসি/পিটিএম