Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাপানে শক্তিশালী ভূমিকম্পে নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মার্চ ২০২২ ০৯:২৭

ছবি: আলজাজিরা

জাপানে শক্তিশালী ভূমিকম্পে অন্তত চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৯৪ জন আহত হয়েছেন। এছাড়াও দেশটির রাজধানী টোকিওসহ কয়েক হাজার মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। খবর আলজাজিরা।

দেশটির ফুকুশিমা অঞ্চলের উপকূলে ৬০ কিলোমিটার গভীরে গতকাল বুধবার (১৬ মার্চ) স্থানীয় সময় দিবাগত রাত ১১টা ৩৬ মিনিটে ৭ দশমিক ৪ মাত্রার এ ভূমিকম্প অনুভূত হয়।

বৃহস্পতিবার (১৭ মার্চ) জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, ‘এ ভূমিকম্পে চারজন মারা গেছেন। আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আরও শক্তিশালী কম্পনের সম্ভাবনার রয়েছে। এ জন্য সরকার উচ্চ সতর্কতা অবলম্বন করবে।’

আরও পড়ুন: জাপানে ৭.৩ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

এর আগে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, এই ভূমিকম্পে অন্তত ৯৪ জন আহত হয়েছেন। এর মধ্যে চার জনের অবস্থা গুরুতর।

জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, সমুদ্রের ৬০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের উৎপত্তি। ভূমিকম্পে জাপানের উত্তরপূর্বাঞ্চলের বিস্তৃত এলাকা কেঁপে উঠে। রাজধানী টোকিওতেও ভূমিকম্প অনুভূত হয়েছে।

জাপানের আবহাওয়া সংস্থা ভূমিকম্পের প্রভাবে সমুদ্রে ১ মিটারের বেশি জলোচ্ছ্বাসের সতর্কতা জারি করেছে। জাপানের এনএইচকে টেলিভিশনের খবরে বলা হয়েছে, সমুদ্র উপকূলবর্তী কিছু এলাকায় ইতিমধ্যে ১ মিটার উচ্চতার জলোচ্ছ্বাস দেখা গেছে।

সারাবাংলা/এনএস

জাপান টপ নিউজ ভূমিকম্প

বিজ্ঞাপন
সর্বশেষ

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর