Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজবাড়ীতে ট্রাক-মাহিন্দ্র সংঘর্ষে সেনা সদস্যসহ নিহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ১৮:৪৫ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ২০:৩২

রাজবাড়ী: রাজবাড়ীতে ট্রাক ও মাহিন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে সেনা সদস্যসহ ৩ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেল সাড়ে তিনটার দিকে সদর উপজেলার কল্যাণপুর এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের হরিহরপুর গ্রামের জিলাল প্রামাণিকের ছেলে সেনাসদস্য মমিন প্রামাণিক (২৪), গোয়ালন্দ উপজেলার উজানচর এলাকার আব্দুর রশিদের ছেলে মাহিন্দ্র চালক সুজন (৩৫) ও ফরিদপুর জেলার মধুখালী উপজেলার কামালদিয়া গ্রামের জালাল শেখের ছেলে সাইফুল শেখ (২০)।

বিজ্ঞাপন

আহলাদিপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হোসেন সারাবাংলাকে জানান, গোয়ালন্দ মোড় থেকে রাজবাড়ীগামী একটি ট্রাক কল্যাণপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্রর সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্র গাড়ির চালকসহ দুই যাত্রী গুরুতর আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও এর চালক-হেলপার পালিয়ে গেছে বলেও জানান ওসি।

সারাবাংলা/এমও

টপ নিউজ ট্রাক-মাহিন্দ্রা সংঘর্ষ সেনা সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর