চট্টগ্রাম ব্যুরো: জেদ্দা থেকে আসা বাংলাদেশ বিমানের এক যাত্রীর কাছ থেকে ১০টি সোনার বার উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সকালে জেদ্দা থেকে আসা যাত্রী সাজ্জাদ হোসেনের লাগেজ তল্লাশি করে এসব বার উদ্ধার করে চট্টগ্রাম কাস্টমসের এয়ারপোর্ট ও এয়ারফ্রেইট ইউনিট।
বিমাবন্দরে দায়িত্বরত চট্টগ্রাম কাস্টমসের উপ-কমিশনার সালাহউদ্দিন রিজভি জানান, সাজ্জাদের লাগেজে কয়েকটি খেলনা গাড়ি ছিল। স্ক্যানিংয়ের সময় সন্দেহ হলে তার লাগেজ খুলে তল্লাশি করা হয়। খেলনা গাড়ির মধ্যে লিথিয়াম ব্যাটারির কার্বনের মধ্যে কালো স্কচটেপ দিয়ে সুকৌশলে পেঁচানো ১০টি সোনার বার পাওয়া যায়।
এ ঘটনায় আটক যাত্রীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান কাস্টমসের এই কর্মকর্তা।