Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে গিয়ে মারামারিতে জড়াল চুয়েট ছাত্রলীগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২০:৩৩ | আপডেট: ১৭ মার্চ ২০২২ ২০:৩৪

চট্টগ্রাম ব্যুরো: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবসের কর্মসূচিকে কেন্দ্র করে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারির ঘটনা ঘটেছে। এতে এক ছাত্র আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বেলা ১২টায় চট্টগ্রামের রাউজানে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেওয়ার সময় ছাত্রলীগের নেতাকর্মীরা প্রথম দফা হাতাহাতি-মারামারিতে জড়ায়। এর জের ধরে বিকেল তিনটার দিকে ক্যাম্পাসে শেখ রাসেল হলের ক্যান্টিনে মারামারির ঘটনা ঘটে।

বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ শাখার পরিচালক অধ্যাপক মো. রেজাউল করিম সারাবাংলাকে বলেন, ‘ছাত্র সংগঠনটির (ছাত্রলীগ) মধ্যে দু’টি পক্ষ তৈরি হয়েছে। প্রথমে ফুল দেওয়ার সময় তাদের মধ্যে হাতাহাতি হয়। আমরা এ সময় দু’পক্ষকে সরিয়ে দিই। পরে বিকেলে আবার তারা মারামারি করে। একজন ছাত্র সামান্য আহত হয়েছে বলে শুনেছি। তবে এখন ক্যাম্পাসের পরিস্থিতি ভালো আছে।’

বিজ্ঞাপন

রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল হারুন সারাবাংলাকে বলেন, ‘ফুল দেওয়ার সময় দু’পক্ষে তর্কাতর্কি হয়েছিল। এরপর সামান্য উত্তেজনা হয়েছিল। বড় ধরনের কোনো মারামারি বা সংঘর্ষের ঘটনা ঘটেনি।’

সারাবাংলা/আরডি/পিটিএম

চুয়েট ছাত্রলীগ মারামারি

বিজ্ঞাপন

সন্তান নিতে চান জয়া আহসান
৫ জুলাই ২০২৫ ২০:১৪

আরো

সম্পর্কিত খবর