Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ভাষাভিত্তিক একমাত্র রাষ্ট্রের সূচনা করেন বঙ্গবন্ধু’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২১:৫৩

নেত্রকোনা: ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় মন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, পৃথিবীতে ভাষাভিত্তিক একমাত্র রাষ্ট্রের সূচনা করেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আর এ ভাষা হলো আমাদের বাংলা ভাষা।

বৃহস্পতিবার (১৭ মার্চ) বিকেলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস উপলক্ষে শেখ হাসিনা বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

মন্ত্রী মোস্তাফা জব্বার আরও বলেন, ‘বাংলা ভাষা এখন পৃথিবীর ৫ম বৃহত্তম ভাষা। আগামী ১০ বছরে এ ভাষা পরিণত হবে ৩য় বৃহত্তম ভাষা হিসেবে। এ ভাষার প্রতি আমাদের যত্নবান হওয়া উচিত।’

বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাস নেত্রকোনার জেলা শহরের রাজুর বাজার এলাকায় সভার আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রফিকউল্লাহ খানের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সুব্রত কুমার আদিত্য।

আলোচনা সভা শেষে নির্মিতব্য বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।

সারাবাংলা/এমও

বঙ্গবন্ধু মোস্তাফা জব্বার রাষ্ট্রের সূচনা

বিজ্ঞাপন

আদানি গ্রুপের নতুন সংকট
২২ নভেম্বর ২০২৪ ১৫:৩৬

নতুন ইসির শপথ রোববার দুপুরে
২২ নভেম্বর ২০২৪ ১৪:২৩

আরো

সম্পর্কিত খবর