কমলাকে ফার্স্টলেডি বললেন বাইডেন
১৭ মার্চ ২০২২ ২২:০৫ | আপডেট: ১৮ মার্চ ২০২২ ১১:৫৫
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা দেবী হ্যারিসকে ফার্স্টলেডি হিসেবে সম্বোধন করে যুদ্ধ পরিস্থিতিতেও হাস্যরসের জন্ম দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।
হোয়াইট হাউজের এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ভুলবশত বাইডেন এ কথা বলেন। কমলার স্বামী ডগ এমহফ করোনা আক্রান্ত হওয়ায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি, সে কথা জানাতে গিয়েই বিপত্তি ঘটান বাইডেন।
মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশিত এক ভিডিওতে বাইডেনকে বলতে শোনা যায়, আসন বিন্যাসে কিছু বদল আনতে হয়েছে। কারণ, ফার্স্টলেডির স্বামী করোনা আক্রান্ত। দর্শকের আসন থেকে এক জন প্রেসিডেন্টকে ভুল ধরিয়ে দেন। আর সঙ্গে সঙ্গেই হাসির রোল পড়ে যায়।
সে সময় ফার্স্টলেডি জিল বাইডেনও উপস্থিত ছিলেন। তবে, বাইডেন মুহূর্তেই অস্বস্তি কাটিয়ে উঠে ভুল স্বীকার করে নেন। নিজের মুখ ফসকানো স্বভাব নিয়ে মজা করতেও দেখা যায় তাকে।
হাত তুলে স্ত্রীর দিকে ইঙ্গিত করে বাইডেন বলেন, ফার্স্টলেডি ঠিকই আছে ফার্স্ট জেন্টেলম্যানেরই সমস্যা।
এদিকে, কমলার স্বামী ডগ করোনা আক্রান্ত হলেও ভাইস প্রেসিডেন্টের কোভিড রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানিয়েছে ফক্স নিউজ।
সারাবাংলা/একেএম