Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু চোর সিন্ডিকেটের মূলহোতা ‘লেদু’ অস্ত্র-গুলিসহ গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৭ মার্চ ২০২২ ২২:২১

কক্সবাজার: চকরিয়ায় র‌্যাবের অভিযানে গরু চোর সিন্ডিকেটের মূলহোতা ‘লেদু মিয়া’ বিপুল পরিমাণ অস্ত্র ও গুলিসহ গ্রেফতার হয়েছে। বৃহস্পতিবার (১৭ মার্চ) ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫ আভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করে।

লেদু মিয়া চকরিয়ার কোরালখালীর মৃত হাবিবুর রহমানের ছেলে।

র‌্যাব-১৫ এর সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন জানান, লেদু মিয়া ও তার লোকজন চকরিয়ার বড় ভেওলা এলাকায় আব্দুল মান্নানের খামার বাড়িতে ডাকাতির জন্য অবস্থান করছিল। সেখান থেকে র‌্যাব অভিযান চালিয়ে লেদু মিয়াকে গ্রেফতার করে।

পরে লেদু মিয়ার ঘরের ভিতর তল্লাশি করে খাটের নিচ হতে একটি প্লাস্টিকের সাদা বস্তায় ৬টি একনলা বন্দুক ও ১৩ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। লেদু মিয়া দীর্ঘদিন ওই এলাকায় অবৈধ অস্ত্র নিয়ে লোকজনকে ভয় ভীতি প্রদর্শনসহ বিভিন্ন অপরাধমূল কর্মকাণ্ড করতো।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, লেদু মিয়া দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র ক্রয়-বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে মারামারি, চুরি, ডাকাতি ও অস্ত্রসহ একাধিক মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন সহকারী পুলিশ সুপার মো. বিল্লাল উদ্দিন।

সারাবাংলা/এমও

গরু চোর গ্রেফতার

বিজ্ঞাপন

গাজায় ১৫ চিকিৎসক নিহত: আইডিএফ
২১ এপ্রিল ২০২৫ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর