Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিক আবুল বাশার নুরু আর নেই

সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২২ ১৬:৩৩

ঢাকা: ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাবেক প্রচার ও প্রকাশনা সম্পাদক আবুল বাশার নুরু মারা গেছেন। দীর্ঘদিন ধরে হার্টের সমস্যায় ভুগছিলেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার (১৮ মার্চ) দুপুরের দিকে আবুল বাশার নুরু অসুস্থবোধ করলে তাকে উত্তরার লুবানা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাংবাদিক আবুল বাশার নুরুর ছোট মেয়ে নওরিন জানিয়েছেন, জুমার নামাজের পর উত্তরায় তার জানাজা হয়েছে। জাতীয় প্রেস ক্লাব ও ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তার মরাদেহ নেওয়া হবে। সেখানে জানাজা ও শ্রদ্ধা নিবেদন শেষে নিয়ে যাওয়া হবে ফরিদপুরের নিজ গ্রামে। সেখানেই পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

সাংবাদিক আবুল বাশার নুরুর মৃত্যুতে সাংবাদিক সমাজে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে। জাতীয় প্রেস ক্লাব, ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে), ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সাব-এডিটরস কাউন্সিলসহ সাংবাদিকদের বিভিন্ন সংগঠন তার মৃত্যুতে শোক জানিয়েছে। সাংবাদিক সংগঠনগুলো মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

সারাবাংলা/ইউজে/টিআর

আবুল বাশার নুরু সাংবাদিক আবুল বাশার নুরু


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর