নির্মাণাধীন সেপটিক ট্যাংকে বিষক্রিয়ায় শ্রমিকসহ দু’জনের মৃত্যু
১৮ মার্চ ২০২২ ১৭:৪৫
চুয়াডাঙ্গা: আলমডাঙ্গা পৌর এলাকার আনন্দধাম দাসপাড়ায় নির্মাণাধীন একটি বাড়ির সেপটিক ট্যাংকের বিষক্রিয়ায় একজন নির্মাণ শ্রমিকসহ দু’জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৮ মার্চ) সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- কুষ্টিয়ার কুমারখালী উপজেলার শিলাইদহ গ্রামের আনসার আলীর ছেলে নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম (৩৫) ও পাবনার চাটমহর উপজেলার রেলবাজার এলাকার শ্রী রাজ কুমার দাসের ছেলে সাগর কুমার দাস (১৯)। মৃত সাগর কুমার দাস বাড়ির মালিক নৃপেন দাসের নাতি ছেলে।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, এদিন সকাল পৌনে আটটার দিকে নির্মাণ শ্রমিক শরিফুল ইসলাম বাড়ির সিঁড়ির নিচে তৈরি সেপটিক ট্যাংকের সার্টার খুলতে গিয়ে ভেতরে পড়ে যান। দীর্ঘক্ষণ শরিফুলের কোনো সাড়া না পাওয়ায় সাগর কুমার দাস মই নিয়ে ভেতরে নামেন এবং তিনি অসুস্থ হয়ে ভেতরে আটকা পড়েন।
খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের সদস্যরা দুই জনকেই সংজ্ঞাহীন অবস্থায় উদ্ধার করে আলমডাঙ্গা হারদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তখন কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করে বলে জানান ওসি।
সারাবাংলা/এমও