রংপুর: রিকশা চালককে (৫০) বলাৎকারের অভিযোগে গ্রেফতার হওয়া রংপুরের পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) স্বপন কুমারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরেস চন্দ্র গতকাল শুক্রবার (১৯ মার্চ) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, গত বছরের অক্টোবরে পীরগাছা থানায় এসআই হিসেবে যোগদান করেন স্বপন কুমার। গত ১৬ মার্চ সন্ধ্যার দিকে স্বপন কুমার উপজেলার সুখানপুকুর এলাকার অর্ধশত বয়সী রিকশা চালককে বাড়িতে কাজের কথা বলে ডেকে নেন। পরে নেশা জাতীয় ওষুধ খাইয়ে ওই রিকশা চালককে বলাৎকার করেন তিনি। এতে গুরতর অসুস্থ হয়ে পড়লে ওই রিকশা চালককে প্রথমে পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।
আরও জানা গেছে, এদিকে বলাৎকারের বিষয়টি জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়। পরে পীরগাছা বাজারের এলাকাবাসী এসআই স্বপনের ভাড়া বাসা ঘেরাও করে বিক্ষোভ করে। খবর পেয়ে থানা পুলিশ এসআই স্বপনকে বাসা থেকে ডেকে নিয়ে থানায় নিয়ে আসে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলাৎকার করার কথা স্বীকার করে তিনি। পরে উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে গত বৃহস্পতিবার মধ্য রাতেই এসআই স্বপন কুমারকে পীরগাছা থানা থেকে প্রত্যাহার করে রংপুর পুলিশ লাইনে ক্লোজ করা হয়।
এ বিষয়ে ওসি সরেস চন্দ্র জানান, বলাৎকারের অভিযোগে শুক্রবার বিকালে ভুক্তোভোগীর বড় ভাই বাদী হয়ে পীরগাছা থানায় মামলা দায়ের করে। বলাৎকারের সত্যতা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ায় স্বপনকে গত বৃহস্পতিবার রাতেই ক্লোজ করে পুলিশ লাইনে রাখা হয়। পরে সন্ধ্যায় পুলিশ লাইন থেকে স্বপন কুমারকে গ্রেফতার করা হয়। আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।