Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আজভ সাগরের নিয়ন্ত্রণ হারাল ইউক্রেন

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মার্চ ২০২২ ১২:৪৫ | আপডেট: ১৯ মার্চ ২০২২ ১৫:৫৫

ছবি: আলজাজিরা

ইউক্রেন আজভ সাগরে নিজেদের নিয়ন্ত্রণ হারিয়েছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। রুশ বাহিনীর কারণে ওই সাগরে ‘সাময়িকভাবে’ প্রবেশ করতে পারছে না বলে মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। খবর আলজাজিরা।

রাশিয়ার সেনাবাহিনী দেশটির বন্দর নগরী মারিউপোলের চারপাশে তাদের দখল শক্ত করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।গতকাল শুক্রবার (১৮ মার্চ) গভীর রাতে এক বিবৃতিতে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞাপন

ওই বিবৃতিতে বলা হয়, ‘দখলকারীরা (রুশ বাহিনী) দোনেটস্ক জেলায় আংশিকভাবে সফল হয়েছে। ফলে আজভ সাগরে প্রবেশাধিকার থেকে আংশিকভাবে বঞ্চিত হয়েছে ইউক্রেন।’

তবে দেশটির নৌবাহিনী সমুদ্রে প্রবেশ করেছে কি না বা কবে করবে সে বিষয়ে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় কিছু জানায়নি।

এর আগে গত ২৪ ফেব্রুয়ারি প্রতিবেশী ইউক্রেনে সামরিক হামলার নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২৩ দিন ধরে চলমান হামলায় উভয় পক্ষ অনেক ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। তবে যুদ্ধ থামাতে বেলারুশে শান্তি আলোচনা চালিয়ে যাচ্ছে দুই দেশের কূটনৈতিকরা।

সারাবাংলা/এনএস

আজভ সাগর ইউক্রেন ইউক্রেন-রাশিয়া যুদ্ধ টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

ধর্ষণের অভিযোগে প্রেমিক আটক
১২ এপ্রিল ২০২৫ ২১:০৪

আরো

সম্পর্কিত খবর